বগুড়ায় গাঁজাসহ দুই বাসযাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে দুই বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়৷

এর আগে শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া ইউনিয়নের জব্বার হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলেন- কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ফয়সাল (৩৫) ও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার পারুয়া গ্রামের মৃত ইসমাইল আলী মোস্তফা (৩০)।

আরও পড়ুন: আজিমপুরে ১৬ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, শাজাহানপুরের জব্বার হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় খাগড়াছড়ি থেকে আসা ঠাকুরগাঁওগামী এক বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা দুজন কুমিল্লা থেকে উঠে মাদকদ্রব্য গাঁজাগুলো নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গ্রেফতারের দুজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে শাজাহানপুর থানায় মামলা হয়েছে। তাদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।