বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৮ এপ্রিল ২০২৩

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাতে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গতবছরের ৮ জুন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠনের মাত্র ১০ মাসের মধ্যেই আবার তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কমিটিতে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক এবং তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করা হয়। টিটু চলতি বছরের ৮ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।

এ বিষয়ে মাহবুব আলম ফারুক মোল্লা বলেন, জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার বিষয় তিনি কিছুই জানেন না। তার কাছে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, দল মনে করেছে বরগুনার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা দরকার। তাই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে অন্য কিছু নেই।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।