‘দেশ কি আমেরিকার কাছে বন্ধক দিয়েছি?’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:১৮ পিএম, ২০ এপ্রিল ২০২৩

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় চলি নাকি? আমাদের দেশ কি তাদের কাছে বন্ধক দিয়েছি? আমেরিকা থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো আছে। ওদের দেশে আজ মুদ্রাস্ফীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে কি মানবাধিকার আছে, সেখানে কি আইন আছে?

নির্বাচনে সেখানেও কারসাজি হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, আমাদের দেশের আইন ও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিদেশি রাষ্ট্রদূত কে কী বলছেন, তা দেখার বিষয় না। আমাদের দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। যারা নির্বাচন মনিটরিং করবেন তাদের সেই সুযোগ দেওয়া হবে। আগামীতে যারা নির্বাচনে আসবে না তারা গোল্লায় যাবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর গ্রামে নিজ বাড়িতে মা-বাবার কবর জিয়ারত শেষে গ্রামবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক জবাবে বলেন, বছরে ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া সারা বিশ্বের বিরল ঘটনা। পৃথিবীর কোনো দেশে এতো ভর্তুকি দেওয়ার উদাহরণ নেই। ভর্তুকি কমাতে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপও আছে। এছাড়া সরকার সারে ভর্তুকি দেওয়া, কৃষি প্রণোদনা দেওয়া অব্যাহত রাখায় দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে কোনো অভাব নেই।

চিনির দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সিন্ডিকেট করে দেশের বাজারে চিনির দাম বৃদ্ধি করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী সরকারের পক্ষ থেকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের সুগারমিলগুলোর যন্ত্রপাতি অনেক পুরোনো। এগুলো আধুনিকায়ন করা ও দেশে উৎপাদন নিশ্চিত করা না গেলে চিনির মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।