২৭ হাজার অসহায়কে খাদ্য-অর্থ দিলেন এমপি বকুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২০ এপ্রিল ২০২৩
অসহায়দের হাতে সহায়তা তুলে দিচ্ছেন নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৭ হাজার অসহায় পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা এবং ঈদের নতুন কাপড় দিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় লালপুরের গোপালপুর রেলগেট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজেই। পরে তিনি লালপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় মানুষের মধ্যে এসব সহায়তা বিতরণ করেন।

এ সময় লালপুর-বাগাতিপাড়া আসনের প্রত্যেকটি ইউনিয়নের ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সহায়তা, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় দেওয়া হয়। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলার মানুষ কেউ না খেয়ে থাকবে না। কেউ ঘর ছাড়া থাকবে না। পিছিয়ে পড়া জনপদে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই আমার নিজ অর্থায়নে এ সেবার চেষ্টা করছি।


রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।