মৃত ইমামদের পরিবার পেলো ঈদ সামগ্রী-অর্থ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২০ এপ্রিল ২০২৩
ইমামদের পরিবারের হাতে ঈদ সামগ্রী-অর্থ তুলে দেওয়া হয়

বাগেরহাটের মোংলায় মৃত ইমামদের পরিবারগুলোকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা ইমাম পরিষদের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর পুরাতন কবরস্থান জামে মসজিদে এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান প্রয়াত ১৬ ইমামের পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন। খাদ্য সামগ্রীতে দেওয়া হয়েছে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি সেমাই, আড়াইশ গ্রাম দুধ, কিচমিচ ও বাদাম, দুটি সাবান, দুইলিটার তেল ও নগদ এক হাজার টাকা দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর মো. আলআমিন, মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আ. রহমান, হাজী কাওসার ফাউন্ডেশনের পরিচালক মো. খলিলুর রহমান।


আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।