এবার বৃষ্টি নামলো কিশোরগঞ্জে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২১ এপ্রিল ২০২৩

টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো কিশোরগঞ্জের বেশ কয়েকটি উপজেলায়। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলার সদর, পাকুন্দিয়া, কটিয়াদী ও নিকলী উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়।

নিকলী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুধু নিকলীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Heat Wave

পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ ছিলাম। আজ দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এসেছে।’

নিতলী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আক্তার ফারুক জানান, নিকলীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এরআগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ময়মনসিংহে বৃষ্টি হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।