মোংলা বন্দরে ঈদের জামাত অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২২ এপ্রিল ২০২৩

মোংলা বন্দরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মোংলা পৌর কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা তৈয়বুর রহমান।

এ ময়দানেই ঈদের নামাজ আদায় করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনীতিক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লি।

jagonews24

এ সময় পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান ও পৌর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।

এরপর একই জায়গায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এছাড়াও পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক ঈদগাহ এবং মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ।

আবু হোসাইন সুমন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।