মিষ্টি নিয়ে আশ্রয়ণে ইউএনও, শিশুদের দিলেন সেলামি
আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর উপজেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন তিনি। এসময় শিশুদের সেলামিও দেন ইউএনও।
ইউএনও পরিমল কুমার সরকার বলেন, জেলা প্রশাসক শাকিল আহমেদের নির্দেশনায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। তারাও আমাকে কাছে পেয়ে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলেছেন।
বুচকি আশ্রয়ণের বাসিন্দা অশীতিপর আমেনা খাতুন বলেন, ‘হামার জমি নাই। দুবছর ধরে আশ্রয়ণে আছি। কষ্ট করে সংসার চলে। আজ ঈদের দিন সকালে বড় গাড়ি নিয়ে স্যার আইচিল। হামাক সবাইকেই মিষ্টি দিচে। খুব খুশি হইচি। আল্লাহ উমাক ভালো রাখুক।’
পাটন চড়া আশ্রয়ণের সকিনা বেগম জাগো নিউজকে বলেন, ‘ঈদের দিন আসি হামার (আমার) খোঁজ কেউ নেয় না। এবার হামাক মিষ্টি দিচে। হামার শেষ বয়সে এটা বড় পাওয়া।’
তিঘুরি পাড়া আশ্রয়ণের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে ঈদের দিন এভাবে মিষ্টি নিয়ে বাড়িতে কেউও আসেনি। এমন একটা দেশ চেয়েছিলাম যেখানে সবাই ভালো থাকবেন।’
মাহাবুর রহমান/এসআর/জেআইএম