ঈদের ছুটিতে ভলিবল খেলা দেখতে হাজারো দর্শনার্থীর ভিড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলা দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
রোববার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফলিয়া যুব সমাজের উদ্যোগে প্রীতি ভলিবল খেলায় আলফাডাঙ্গা উপজেলা বনাম বোয়ালমারী উপজেলা দুটি দল অংশ নেয়।
আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান-উ-দ্দৌলা রানার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার।
খেলায় আগত দর্শক মো. আলমগীর কবির বলেন, ঈদ উপলক্ষে ভলিবল খেলার খবর শুনে দেখতে এসেছি। বিকেলটা ভালো কেটেছে। ঈদের ছুটিতে অনেকে বাড়িতে আছেন। এ সুবাদে হাজারো মানুষ ভলিবল খেলা দেখতে ছুটে আসেন।
আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ভলিবল খেলার আয়োজক আহসান-উ-দ্দৌলা রানা জাগো নিউজকে বলেন, ঈদ উপলক্ষে মানুষকে বিনোদনের পাশাপাশি এলাকার যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভলিবল খেলায় এশিয়া মহাদেশের প্রখ্যাত ভলিবল খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরসিদ ও তার দল অংশ নেয়। হাজার হাজার মানুষ খেলা দেখতে ভিড় জমায়।
অনুষ্ঠানে আরও ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, আওয়ামী লীগের শিক্ষা ও বাণিজ্যিক বিষয়ক উপ কমিটির সহ-সম্পাদক শেখ তাওহিদুর রহমান মুক্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকবর মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, মধুখালী সরকারি আইনুদ্দিন ডিগ্রী কলেজের সাবেক জিএস শাহরিয়ার রনি, বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তোয়েবুর রহমান জুয়েল।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম