রাতে বেরিয়ে আর ফেরেননি, ভোরে মিললো মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:১৯ এএম, ২৪ এপ্রিল ২০২৩
উপুড় হয়ে পড়ে ছিল ইলিয়াস হোসেনের মরদেহ

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইলিয়াস হোসেন (৩৮) নামে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার জগন্নাথপুর গ্রামের বড় বালুর খাদ এলাকার মফির উদ্দিনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইলিয়াস উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আমসারদাড়ি পাড়ার মৃত নুরজামান প্রামানিকের ছেলে।

তার চাচা মতিয়ার রহমান জাগো নিউজকে বলেন, রাত ১০টার পর বাড়ি থেকে বের হয়ে ইলিয়াস আর ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। ভোরে জগন্নাথপুর গ্রাম থেকে খবর আসে ইলিয়াস হোসেনের মরদেহ লিচু বাগানে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তার নাক দিয়ে রক্ত ঝরছে। তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বশির জাগো নিউজকে বলেন, ইলিয়াস হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

শেখ মহসীন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।