নেত্রকোনায় পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৪ এপ্রিল ২০২৩
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা

নেত্রকোনা সদর উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বারহাট্টা উপজেলার মনাষ গ্রামের তুলসী দাসের ছেলে হারাধন দাস (৪০) এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী সরকারের ছেলে রমেশ সরকার (৪২)।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে কান্দুলিয়া এলাকায় নেত্রকোনাগামী যাত্রীবাহী একটি অটোকিশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক অটোরিকশার যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরেকজন যাত্রী মারা যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জাগো নিউজকে বলেন, পিকআপসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এইচ এম কামাল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।