মেঘনা পাড়ে পর্যটকের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

ঈদে পর্যটকদের উপচেপড়া ভিড় জমে ভোলার তুলাতুলির মেঘনা তীরের বিনোদন কেন্দ্রগুলোতে। নদীর হিমেল হাওয়া, মনোরম পরিবেশ ও মেঘনার স্রোতধারা মুগ্ধ করে ঘুরতে আসা সব বয়সী মানুষদের।

Bhola-(8).jpg

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ২৫-৩০ হাজার মানুষ তুলাতুলির ইলিশবাড়ি পর্যটন কেন্দ্র, শাহাবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র, আলাপন পর্যটন কেন্দ্রসহ মেঘনার তীরে ভিড় করে। স্ত্রী-সন্তানসহ পরিবারের সব সদস্যদের নিয়ে ঘুরতে আসেন কেউ কেউ। স্পিডবোর্ট ও ট্রলার নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে অনেককে।

Bhola-(8).jpg

ইলিশবাড়ি পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটক রুম্পা আক্তার জানান, পরিবারের সব সদস্যদের নিয়ে ঘুরতে এসেছি ইলিশবাড়ি পর্যটন কেন্দ্রে। এখানকার পরিবেশ দেখে মুগ্ধ আমরা।

Bhola-(8).jpg

বেড়াতে আসা রাইমা নামের এক শিশু জানান, বাবা-মার সঙ্গে ইলিশবাড়ি ঘুরতে এসেছি। আমরা খুবেই খুশি।

Bhola-(8).jpg

আরও পড়ুন: কুয়াকাটায় পর্যটকের ঢল

তুলাতুলি মেঘনা নদীর পাড়ে ঘুরতে আসা পর্যটক ইসরাত জাহান ইতু জানান, তুলাতুলির মেঘনা নদীর পাড়ে ঘুরতে এসেছি। এখানে চমৎকার বাতাস। এছাড়াও ট্রলার ও স্পিডবোর্ট দিয়ে কম খরচেও মেঘনা নদীতে ঘুরে বেড়িয়েছি।

Bhola-(8).jpg

ইলিশবাড়ি পর্যটন কেন্দ্রর পরিচালক মো. সোহেল জানান, ঈদের প্রথমদিন থেকে অনেক পর্যটকদের ঘুরতে এসেছেন। বেচাবিক্রিও ভালো হয়েছে। কম খরচে উন্নতমানের সব ধরনের বিক্রি হয় এখানে।

Bhola-(8).jpg

ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কাজ করছে পুলিশ।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।