সড়ক বিভাগের কোয়ার্টারে মিললো নারীর খণ্ডিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:৫১ এএম, ২৫ এপ্রিল ২০২৩

লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে সমসেরাবার এলাকার ওই কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মমতাজ লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, স্বামী মতিন মারা যাওয়ার পর থেকেই মমতাজ তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করে আসছিলেন। তার বড় ছেলে বাপ্পি বর্তমানে মাস্টাররোলে সড়ক বিভাগে কাজ করছেন। মঙ্গলবার রাতে বাপ্পি বাসায় ফিরে দেখেন তার মায়ের কয়েক খণ্ড মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশে মরদেহ উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জাগো নিউজকে বলেন, বিবস্ত্র অবস্থায় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কাজল কায়েস/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।