৯৯৯-এ কল করে যৌনপল্লী থেকে উদ্ধার হলেন তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

ফরিদপুরে যৌনপল্লী থেকে এক তরুণীকে (২৯) উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তিনি বান্দরবানের লামার আম্বার ব্যাপারিপাড়ার বাসিন্দা।

সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ওই তরুণীকে যৌনপল্লী থেকে উদ্ধার করে। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ওই তরুণী ফোন করে তাকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় মাস দুই আগে
চাকরির প্রলোভনের শিকার হয়ে দালাল চক্রের খপ্পরে পড়েন ওই তরুণী। পরে তাকে দালাল চক্রের সদস্যরা ফরিদপুর যৌনপল্লীতে বিক্রি করে দেয়। যৌনপল্লীতে ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসা করতে বাধ্য হন তিনি। এ কাজে তিনি অস্বীকৃতি জানালে প্রচণ্ড মারধর করা হতো তাকে।

এমন অভিযোগ জানিয়ে ৯৯৯-এ কল করলে কনস্টেবল বরকত শেখ কলটি রিসিভ করেন। কনস্টেবল বরকত তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে থানায় আনে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ২৯ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করে থানায় আনা হয়। পরবর্তীতে ওই তরুণীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা থানায় এলে তাদের জিম্মায় ওই তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।