বেনাপোলে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে এলাকাবাসী
যশোরের বেনাপোল বাজারে পাঁচতলা একটি ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এতে ওই ভবনটি হেলে গেছে। এতে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণে পৌরসভায় লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, ১৯৯৬ সালে বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল গণি ভবনটি নির্মাণ করেন। তিনি ২০১৭ সালের আগস্টে মারা যান। ওয়ারিশসূত্রে ভবনটিতে তার স্ত্রী ও একমাত্র সন্তান বসবাস করছেন। ভবনের কয়েকটি ফ্লোর ও নিচতলা মার্কেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
তবে দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি ওপরের অংশ কিছুটা হেলে আছে। স্থানীয়দের আশঙ্কা, ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। এতে প্রাণহানি ঘটতে পারে। বিষয়টি ভবনের মালিকপক্ষকে বারবার বলা হলেও তারা আমলে না নিচ্ছে না। ঝুঁকি থাকায় ভবনটি অপসারণ করতে পৌরসভার দারস্থ হয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভবনটি হেলে পড়াসহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এটি অতি দ্রুত অপসারণ করা দরকার। তা না হলে অনেক জানমালের ক্ষতি হতে পারে।
মৃত আব্দুল গণির একমাত্র ছেলে আমিনুর রহমান ঝন্টু বলেন, অনেকে বলছেন ভবনটি ঝুঁকিপূর্ণ। কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। পৌরসভা থেকে কোনো নোটিশ এখনও আমরা পাইনি। কর্তৃপক্ষ যদি মনে করে আমার ভবনটি ঝুঁকিপূর্ণ এবং আইনি নোটিশ দেন, তাহলে আমরা এটি অপসারণ করার জন্য চেষ্টা করবো।
বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ওই ভবনের আশপাশের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ দাবি করে এলাকাবাসীর সমন্বয়ে পৌরসভায় একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছি। ভবনটি হেলে গেছে কিছুটা। বিভিন্ন জায়গায় ফাটল ধরে চরম ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমরা ভবনে বসবাসকারী সবাইকে ভবনটি খালি করার পরামর্শ দিয়েছে।
তিনি বলেন, ভবনটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এটি দ্রুত অপসারণ করা না হলে ভবনের লোকজনসহ স্থানীয়দের জীবনের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে ভবন মালিককে একটি চূড়ান্ত নোটিশ দেওয়া হবে। তারা অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নিয়ে ভেঙে ফেলা হবে।
মো. জামাল হোসেন/এএএইচ