সড়কে প্রাণ গেলো ভূমি অফিসের তহসিলদারসহ ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:২১ এএম, ২৬ এপ্রিল ২০২৩

দিনাজপুর সদর উপজেলায় যাত্রী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভূমি অফিসের তহসিলদারসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) পৌনে ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা তানজিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সড়কে প্রাণ গেলো ভূমি অফিসের তহসিলদারসহ ২ জনের

নিহতারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

সড়কে প্রাণ গেলো ভূমি অফিসের তহসিলদারসহ ২ জনের

শশরা ইউনিয়ন পরিষদের সদস্য আনাফ হোসেন বলেন, দুজন মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগিনা কম্পিউটার অপারেটর সোহান মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। এ সময় রাস্তার দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

এমদাদুল হক মিলন/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।