ভ্যানে মায়ের ওড়নায় প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

যশোরে চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে তাহসিনা তানিশা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা।

বুধবার (২৬ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে এক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাহসিনা তানিশা সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গণির মেয়ে। আহত লিপি বেগম ওসমান গণির স্ত্রী।

যশোর হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে লিপি বেগম তার মেয়ে তাহসিনা তানিশাকে নিয়ে ভ্যানে চড়ে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী যাচ্ছিলেন। পথে নারাঙ্গালী বাজারে ভ্যানের চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে মা ও মেয়ে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তানিশার মৃত্যু হয়। মা লিপি বেগম সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালে কর্তব্যরত যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আল মামুন বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু তানিশার মৃত্যু হয়েছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।