ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারুন মোল্লা ও করিম মাতুব্বরের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় মাসুদ মুন্সী (৩০), মিলন মেম্বার (৪০), করিম মাতুব্বরসহ (৬০) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৩০ শিক্ষার্থী আহত 

আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এছাড়া ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।