খুলনায় বাল্যবিবাহ বন্ধ : জরিমানা


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৭ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেলেন শিশু খাদিজা খাতুন (১৪)। সোমবার বিকেলে ডুমুরিয়া সদরে এ ঘটনা ঘটে। এসময় বর ও কনে পক্ষকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডুমুরিয়া সদরের নুর ইসলামের মেয়ে খাদিজা খাতুন (১৪) এর সঙ্গে যশোরের বসুন্দিয়া এলাকার এরশাদ আলীর বিবাহ হচ্ছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা, সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল হাসান, মহিলা কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা ও যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান ঘটনাস্থল কনের বাড়িতে উপস্থিত হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাসহ চাচা ইউনুস ও সাদ্দামকে তিন হাজার টাকা এবং বরসহ দুই ভগ্নিপতিকে তিন হাজার টাকা মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করে।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।