ঈশ্বরদীতে স্বস্তির বৃষ্টি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

২০ দিন তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেলেন পাবনার ঈশ্বরদীবাসী। বুধবার (২৬ এপ্রিল) প্রায় দেড় ঘণ্টা ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ঈশ্বরদীতে ২০ দিন তাপপ্রবাহ ছিল। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে বুধবার বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়। এসময় উপজেলার কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিও হয়েছে।

ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনের সড়কে বৃষ্টিতে আটকে থাকা রিকশাচালক আব্দুর রহমান বলেন, ‘বৃষ্টির পর সড়কে আর লোকজন থাকে না। ভাড়াও আর হয় না। এতে দুঃখ নেই। দীর্ঘদিন পর শহরে বৃষ্টি হয়েছে। এতেই খুব ভালো লাগছে। স্বস্তিতে রাতে ঘুমাতে পারবো।’

আসাদুজ্জামান আসাদ নামে আরেক রিকশাচালক বলেন, ‘বৃষ্টি শুরুর পর থেকে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো লাগছে। বৃষ্টি থামলেই বাড়ি ফিরে যাবো।’

উপজেলার জয়নগর গ্রামের লিচুচাষি আজমল হোসেন জানান, বৃষ্টির সঙ্গে হালকা বাতাস ছিল। এতে লিচুগাছের ছোটখাটো ডালপালা ভেঙে গেছে। তবুও এ বৃষ্টি লিচুর খুব উপকারে আসবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ উপজেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। গত ১৭ এপ্রিল চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ঈশ্বরদীতে। এছাড়া ১৯ এপ্রিল চলতি মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ উপজেলায় রের্কড করা হয়।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, বুধবার রাতে ঈশ্বরদীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিন এ উপজেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহ স্বাভাবিক হয়েছে।

শেখ মহসীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।