বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৩
পুলিশের হাতে গ্রেফতার সোহরাব হোসেন

নাটোরে বিদেশ পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোহরাব হোসেন সুমন (৩৩) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার পণ্ডিত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহরাব লালপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রামের লাল মিয়ার ছেলে মাহবুবুর রহমান দুদুসহ নাটোর এবং অন্য জেলার বিভিন্ন এলাকার মোট ১৭ জনকে মালয়েশিয়া পাঠানোর নাম করে সোহরাব হোসেন সুমন ১ কোটি টাকা হাতিয়ে নেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে কোনো ভিসা বা চাকরিতে নিয়োগপত্র দিতে পারেননি। এতে সন্দেহ হলে তারা বৃহস্পতিবার আবারো টাকা দেওয়ার নাম করে সোহরাবকে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদ স্বীকারোক্তির ভিত্তিতে সোহরাবকে গ্রেফতার করা হয়।

নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, এ সংক্রান্ত বৃহস্পতিবার বিকেলে একটি মামলা করেন মাহবুবুর রহমান। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।