ফরিদপুরে ঝড়ে গাছ পড়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৮ এপ্রিল ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মো. আশরাফুজ্জামান (১২) নামের এক কিশোর কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার পাগলের আস্তানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আশরাফুজ্জামান পৌরসদরের বাকাইল গ্রামের বিশ্বাস পাড়ার মো. সালাউদ্দিন বিশ্বাসের ছেলে। আলফাডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আশরাফুজ্জামান তার চায়ের দোকানে আসার পথে বাকাইল গ্রামের পাগলের আস্তানা এলাকায় ঝড়ের কবলে পড়ে। এসময় তার ওপর রাস্তার গাছ ভেঙে পড়লে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে করিমপুর পৌঁছালে আশরাফুজ্জামান মারা যায়।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, আশরাফুজ্জামানের চায়ের দোকান ছিল। ঝড়ে গাছ ভেঙে পড়লে ওই গাছের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ছেলেটির বড় ভাই বছর খানেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আবার ছেলেটির বাবা একটি মামলায় জেলহাজতে রয়েছে। ছেলেটির জানাজায় বাবাকে আনার জন্য (প্যারোলে) জেলা প্রশাসকের সঙ্গে ও থানায় কথা হয়েছে।

এন কে বি নয়ন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।