এক গ্রামের ২৫ গরু চুরি, ঘুম নেই কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী গ্রামে গরু চুরি বেড়েছে। গত ২ মাসে ওই গ্রাম থেকে ২৫টি গরু চুরির অভিযোগ উঠেছে। গরু চুরি ঠেকাতে নিজ নিজ বাড়িতে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। তবুও ঠেকানো যাচ্ছে না চুরি।

সর্বশেষ বুধবার (২৬ এপ্রিল) আসকান আলী নামে এক কৃষকের চারটি গরু গোয়াল ঘরে থেকে নিয়ে গেছে চোর।

তিনি বলেন, গরু চুরির ভয়ে রাত জেগে ছিলাম। দিনগত রাত ১টার দিকেও দেখেছি গরুগুলো গোয়ালেই আছে। ৩নটার দিকে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি একটা গরুও গোয়ালে নেই। চোরেরা দরজার তালা ভেঙে গরু নিয়ে গেছে।

আসকান আরও বলেন, দুটি বড় গরু ও দুটি বাছুর ছিল আমার। এগুলোর মূল্য সাড়ে তিন লাখ টাকার নিচে নয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের আনছার আলীর দুটি, স্কুলপাড়ার আব্দুর রহিমের দুটি, পালপাড়ার কালামের দুটি, আবুল কাশেমের দুটি, একই এলাকার ফজের আলীর দুটি, ভাটপাড়ার আবুল হোসেনের দুটি, কেশবপুরের সানোয়ার হোসেনের একটিসহ মোট ২৫টি গরু গত দুই মাসে চুরি হয়েছে। গরু চুরির ভয়ে গৃহস্থরা ভয়ে ঘুমাতে পারছেন না।

আনসার আলী বলেন, আমার তো যা সর্বনাশ হওয়ার তা হয়েছেই। অন্যরাও আছে আতঙ্কে। অনেকে গরু বাইরের গোয়ালে না রেখে বাড়ির ভেতরে রাখছেন।

ছাতনী গ্রামের অধিবাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার জাগো নিউজকে বলেন, গরু নিয়ে ছাতনী বাসী আতঙ্কে আছেন। আমরা থানা পুলিশকে জানিয়েছি। চোর সন্দেহে দুজনকে ধরে পুলিশেও সোপর্দ করেছে এলাকাবাসী। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। পুলিশ এখনো চুরি যাওয়া কোনো গরু উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জাগো নিউজকে বলেন, ছাতনী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। পুলিশ গরু চুরির সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।