বাড়ির পেছনে চার ব্যাগে মিললো ২৪ তাজা বোমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

শরীয়তপুরের গোসাইরহাটে সাইয়েদ মাস্টার নামের এক ব্যক্তির ঘরের পেছন থেকে চারটি ব্যাগে ২৪টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে গোসাইরহাট থানার নাগেরপাড়া দক্ষিণ বড় কাঁচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পেছন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

গোসাইরহাট থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে আমরা জানতে পারি ওই বাড়ির পেছনে বোমা পড়ে আছে। স্থানীয়রা সেখানে ছিলেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশ গিয়ে ২৪টি তাজা বোমা উদ্ধার করে। এগুলো এখন থানায় আছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।