বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

দিনাজপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্টিম পাইপ ফেটে যাওয়ায় তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি মেরামত করতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। তবে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট সম্পন্ন ১ নম্বর ইউনিটি উৎপাদনে রয়েছে। এ ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

২০০৬ সালে গড়ে ওঠা ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে তিনটি ইউনিট রয়েছে। এরমধ্যে টেকনিক্যাল কারণে একটি ইউনিটকে পর্যায়ক্রমে বিশ্রামে রেখে দুটি ইউনিট চালু রাখা হয়। চালু থাকা দুটি ইউনিটের মধ্যে একটি উৎপাদন বন্ধ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ২৭০-২৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। এ ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন দুই হাজার ৬০০ টন কয়লা ব্যবহার হচ্ছিল।

এমদাদ হক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।