টাঙ্গাইলে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে প্রেমিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার কলেজপাড়া গ্রামের সাইফুল ইসলাম বাবুর (২৩) বাড়িতে অবস্থান নেন তিনি। সাইফুল ইসলাম বাবু ওই গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় করটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. শাহীন মিয়া জানান, শুক্রবার সকাল ৮টার দিকে টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ার ওই মেয়ে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল ইসলাম বাবুর বাড়িতে ওঠেন। সংবাদ পেয়ে বিষয়টি মীমাংসা করতে যাই। রাত সোয়া ৮টা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করলেও কোনো মীমাংসা করতে পারিনি। এ কারণে মেয়েটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন: বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন

ওই তরুণী জানান, সাইফুল ইসলাম বাবুর সঙ্গে টাঙ্গাইল ল’ কলেজে পড়ালেখা করি। এক বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল ইসলাম বাবু আমার সর্বনাশ করেছে। এখন সে বিয়ে করতে অস্বীকার করছে। তাই তার বাড়িতে অবস্থান নিয়েছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, ওই নারী এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।