নেত্রকোনায় ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ে চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

নেত্রকোনার মদন উপজেলায় ডাচ-বাংলার একটি এজেন্ট ব্যাংকিং পয়েন্টে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) গভীর রাতে পৌর সদরের নতুন বাজার সংলগ্ন মাজেদা টেলিকম অ্যান্ড লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। এসময় এজেন্ট দোকানটির সিসি ক্যামেরা, মনিটরসহ সব ডিভাইসও চুরি হয়ে গেছে।

শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরির কোনো মালপত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর সদরের নতুন বাজার সংলগ্ন এম এম বিজনেস পয়েন্টে মাজেদা টেলিকম অ্যান্ড লাইব্রেরির প্রোপাইটার পলাশ-উ-জ্জামান তার প্রতিষ্ঠানে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম পরিচালনা করেন। প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮টার দিকে ব্যাংকিং সেবার কার্যক্রম বন্ধ করে বাসায় চলে যান তিনি। সকালে আশপাশের লোকজন দোকানের তালা ভাঙা দেখে চুরির বিষয়টি টের পান।

এজেন্ট পলাশ-উ-জ্জামান বলেন, এই ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার হচ্ছে আমার এক ভাগ্নে। সে শুক্রবার রাতে প্রতিষ্ঠানের সিন্ধুকে নগদ ৪ লাখ ও ক্যাশ বাক্সে ৪৫ টাকা রেখে বাসায় চলে যায়। রাতে চোরেরা তালা ভেঙে ৪ লাখ ৪৫ টাকাসহ মালপত্র নিয়ে যায়। এর সঙ্গে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা, মনিটরসহ সব ডিভাইসও নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেবো।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। চুরি হওয়া মালপত্র উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করা হচ্ছে।

এইচ এম কামাল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।