কুকুরের কামড়ে নদীতে ঝাঁপ, মারাই গেলো হরিণটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:২০ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনের একটি হরিণকে কামড় দেয় কুকুর। কুকুরের আক্রমণ থেকে বাঁচতে বন সংলগ্ন নদীতে ঝাঁপ দেয় হরিণটি। বনবিভাগের সদস্যরা দেখতে পেয়ে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে বাঁচানো যায়নি হরিণটিকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ে মৃত্যু হয় হরিণটির।

বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকটি কুকুর মিলে কামড় এবং ধাওয়া দিলে হরিণটি বন সংলগ্ন বিষখালী নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিকভাবে বনবিভাগের সদস্যরা উদ্ধারে করে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা চলছিল।

বনবিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পুরুষ হরিণটি। প্রশাসনের নিদের্শনা অনুযায়ী হরিণটির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তবে চামড়া সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ বলেন, হরিণটির গলায়, শরীরের বিভিন্ন অংশে ও এক পায়ে কামড়ের চিহ্ন ছিল। চিকিৎসার জন্য পা ব্যান্ডেজ করার সময় মারা যায় হরিণটি।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।