সরকারি নির্দেশনা ছাড়াই

শ্রমিক নেতার ঘোষণায় ভাড়া বাড়লো সিএনজি-অটোরিক্সার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৩ মে ২০২৩

সরকারি কোনো নির্দেশনা ছাড়াই টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি-অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সোমবার (১ মে) উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার ভাড়া বৃদ্ধির বিষয়ে ঘোষণা দেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ভাড়া বৃদ্ধির ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাবকরা চরম বিপাকে পড়েছেন। অন্যদিকে সিএনজি-অটোরিকশা শ্রমিকদের সঙ্গে তর্কবিতর্কে জড়াচ্ছেন যাত্রীরা। ভাড়া বৃদ্ধির ঘোষণার দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মহলে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয়রা জানান, সোমবার টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপজেলার সভাপতি আজহারুল ইসলাম আজহার দেড়গুণ ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাস ভাড়া বৃদ্ধির খবর 

সে ঘোষণার পর থেকে ভূঞাপুর থেকে গোবিন্দাসী টি-রোড, স্কুল রোড ও বটতলা রুটে ১০ টাকার ভাড়া হয়েছে ১৫ টাকা। মাটিকাটা ১৫ টাকার ভাড়া ২০ টাকা। ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি বাজার ও রেলস্টেশন পর্যন্ত ৩০ টাকার ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

jagonews24

এছাড়া ভূঞাপুর থেকে এলেঙ্গার ৩০ টাকার ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ রোডে আগে ২৫-৩০ টাকায় এলেঙ্গা যাওয়া যেত। ভূঞাপুর থেকে নলিন ও ফলদার ভাড়া ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখানেও ১০ টাকা ভাড়া বৃদ্ধি করে ৪০ টাকা করেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকার কিন্ডারগার্টেন শিক্ষক হাসান মাহমুদ বলেন, পাথাইলকান্দি বাজার থেকে ভূঞাপুরের ভাড়া ছিল ৩০ টাকা। সিএনজিতে উঠলে চালক জানালেন ৪০ টাকা। এর আগে ২৫ টাকার ভাড়া করা হয়েছে ৩০ টাকা। এভাবে ভাড়া বৃদ্ধির কোনো মানেই হয় না। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া বৃদ্ধি করাটা সমুচিত হয়নি।

কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন বলেন, সিংগুরিয়া থেকে ভূঞাপুরে দিনে দুই বার যাতায়াত করতে হয়। সিংগুরিয়া বাসস্ট্যান্ড থেকে আগে ভূঞাপুর বাসস্ট্যান্ডের ভাড়া নিতো ১০ টাকা। দুদিন ধরে ৫ টাকা ভাড়া বেশি নিচ্ছেন।

সিএনজিচালক রফিকুল ইসলাম জানান, সব জিনিসের দাম বেড়ে গেছে। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি না হলেও সিএনজির যাবতীয় যন্ত্রাংশের দাম বাড়ছে কয়েকগুণ। যার কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সিএনজি-অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজাহার বলেন, গ্যাসসহ দেশে সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। দেড় বছর আগে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। আগের ভাড়ায় তাদের হয় না বলেই ভাড়া বাড়ানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, স্থানীয় সিএনজি-অটোরিকশা শ্রমিক সংগঠন থেকে ভাড়া বৃদ্ধির যে ঘোষণাটি দিয়েছে তা অন্যায় ও অনিয়মতান্ত্রিক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির বলেন, ভূঞাপুরে সিএনজি ও অটোরিকশা ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে পেরেছি। শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।