গেজেট থেকে নীলফামারীর ৭৪ মুক্তিযোদ্ধার নাম বাদ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রকাশিত সর্বশেষ গেজেটে নীলফামারীর ছয় উপজেলার ৭৪ জন মুক্তিযোদ্ধার নাম বাদ দেয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বিষয়ে গঠিত জাতীয় পর্যায়ের একটি কমিটি ওইসব মুক্তিযোদ্ধার নাম কর্তন করেছে।
জানা যায়, জেলার ছয় উপজেলায় গেজেটভুক্ত ৮১০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এসব মুক্তিযোদ্ধা বিভিন্ন সময় তাদের নাম গেজেটভুক্ত করেন। সম্প্রতি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধা শনাক্ত করতে নামের তালিকা সংশোধনের উদ্যোগ নেয় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়। গত ১৩ আগষ্ট কাউন্সিলের ২৫তম বৈঠকে তালিকা সংশোধন করা হয়।
সম্প্রতি সংশোধিত এ তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে ৭৪ জনের নাম বাদ দেয়া হয়েছে। বাদ পড়াদের মধ্যে সদরের ৮ জন, ডোমারের ৮ জন, জলঢাকার ৪ জন, কিশোরীগঞ্জের ২ জন, ডিমলায় ৫০ জন এবং সৈয়দপুর উপজেলার ২ জন রয়েছে। সৈয়দপুর উপজেলায় বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ১ জন পুরুষ ও ১ মহিলা মুক্তিযোদ্ধা রয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।