নেত্রকোনায় আকস্মিক ঝড়ে শতাধিক ঘর লন্ডভন্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৬ মে ২০২৩

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। উপড়ে গেছে কয়েকশ গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রামপুর এলাকায় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে থাকায় প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড়ের আঘাতে কলমাকান্দা সদর, লেংগুরা, খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারের শতাধিক বাড়িঘর এবং দোকান লন্ডভন্ড হয়ে যায়। এছাড়া কয়েকশ গাছ উপড়ে পড়ে। কিছু গাছ ভেঙে বাড়িঘরের ওপরে পড়ে। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নেত্রকোনায় আকস্মিক ঝড়ে শতাধিক ঘর লন্ডভন্ড

পালপাড়া বাজারের সারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, ঝড়ে তার ব্যাপক ক্ষতি হয়েছে। পালপাড়া, বরদল, রামপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বেশ কিছু গাছপালা ও কাঁচা ঘরবাড়ির টিন উড়ে গেছে।

কলমাকান্দা, লেংগুরা, নাজিরপুর ও খারনৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ে শতাধিক পরিবারের বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। পাকা ফসলেরও ক্ষতি হয়েছে। তবে ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেননি তারা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।

নেত্রকোনায় আকস্মিক ঝড়ে শতাধিক ঘর লন্ডভন্ড

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদুল হক বলেন, ঝড়ের কারণে কলমাকান্দা-দুর্গাপুর সড়কসহ বিভিন্ন জায়গায় শত শত গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় গাছগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাসেদুজ্জামান বলেন, ঝড়ের তাণ্ডবে গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মেরামতের কাজ চলছে, শেষ হলেই বিদ্যুৎ লাইন চালু করা হবে।

এইচ এম কামাল/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।