বাবাকে কুপিয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশে ধরা দিলেন ছেলে

নরসিংদীর রায়পুরায় ছেলের দায়ের কোপে বাবা আইনুল হক (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে (২৮) আটক করেছে পুলিশ।
রোববার (৭ মে) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন আইনুল হকের দ্বিতীয় ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াছিনের স্ত্রী হাওয়া বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মায়ের সঙ্গে বিরোধ চলছিল। যে কারণে তার স্ত্রী বেশির ভাগ সময় বাপের বাড়ি থাকতেন। সকালে এসব বিষয় নিয়ে ইয়াছিনের বাবার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে নিজে ৯৯৯ নম্বরে কল দিয়ে হত্যার বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াছিনকে আটক করে
রায়পুরা থানার উপ-পরিদর্শক নবী হোসেন বলেন, বাবাকে হত্যার পর ইয়াসিন নিজে ৯৯৯ নম্বরে এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম