নকল সরবরাহের অভিযোগ

বরগুনায় ৪ মাদরাসা শিক্ষক আটক, ৮ জনকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৭ মে ২০২৩

বরগুনায় দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে চার শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়েছে। রোববার (৭ মে) তালতলীর সালেহিয়া আলিম মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

একইদিন আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের সহযোগিতার অভিযোগে আট শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষা শুরু থেকে কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ অসদুপায় অবলম্বন করছেন বলে অভিযোগ অভিযোগ শিক্ষকদের। রোববারের গণিত পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষক দিয়ে সমাধান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা কেন্দ্র সচিব তালতলী ছালেহিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালায়। এ সময় নকল সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদরাসার শিক্ষক মো. নাজমুল হাসান ও শিক্ষিকা মোসা. ফাহিমা আক্তার, বালিয়াতলী দাখিল মাদরাসার শিক্ষক মো. জামাল উদ্দিন, মো. মনোয়ার হোসেন ও তাদের সহযোগী ইয়ামিন, সাফামনি, ফজিলা, মো. ওবায়দুল, মো. কামাল ও শাহ নেওয়াজকে আটক করা হয়। পরে তাদের তালতলী থানায় সোপর্দ করা হয়।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ইউএনও পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে চার শিক্ষকসহ ১০ জনকে থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া আমতলী উপজেলার হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, মহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ফরিদুল ইসলাম, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আফরোজা আকতার, গুলিশাখালী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. খাইরুজ্জামান, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, উত্তর টেপুড়া এলাহিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, রহমতপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মো. আব্দুল করিম ও মাহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মো. হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে নকল সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।