কুড়িগ্রামে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৭ মে ২০২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শাহরিয়ার হোসাইন চমক (১৯) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ মে) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এ আদেশ দেন।

শাহরিয়ার হোসেন চমক ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের হাসপাতাল পাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। তিনি ভুরুঙ্গামারী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।

আদালত সূত্র জানায়, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী কলেজ থেকে ফেরার সময় মো. শাহরিয়ার হোসাইন চমক (১৯) তার গতিরোধ করে চলন্ত অটোরিকশায় উঠে উত্ত্যক্ত করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম তাকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড দেন।

ফজলুল করিম ফারাজী/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।