গাজীপুরে ফের পোশাক কারখানায় আগুন
গাজীপুর মহানগরীর টঙ্গী গাজীপুরা সাতাশ এলাকায় একটি ক্যাপ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে জি জে ক্যাপস অ্যান্ড হেড ওয্যার লিমিটেড মামা কারখানার সাত তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী গাজীপুর উত্তরা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশান অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আর এটার ম্যানেজার এডমিন মো. মনিরুজ্জামান বলেন, এটি একটি ক্যাপ ফ্যাক্টরি। এখানে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করে। রাত ৮টার দিকে কারখানার পঞ্চম তলায় আগুন লাগলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এর আগে শনিবার বিকেলে টঙ্গীতে একটি সুতা কারখানা ও একটি তুলার গোদমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম/এমআইএইচএস