কাশিমপুর মহিলা কারাগারে বন্দির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৮ মে ২০২৩

গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যমুনা বেগম (৩৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যমুনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও মৃত আরব আলীর মেয়ে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় ২ মে গ্রেফতারের পর যমুনা বেগমকে নরসিংদী কারাগারে পাঠানো হয়। ৫ মে নরসিংদী কারাগার থেকে চিকিৎসার জন্য কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ওইদিন রাতে তাকে কারাগারে ফেরত আনা হয়।

৬ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় যমুনা বেগম মারা যান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যমুনা বেগমের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।