পুকুর সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ভোলায় বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুর সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. হাসিব দেওয়ান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হাসিব ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ গ্রামের দেওয়ান বাড়ির মো. আসাদ দেওয়ানের ছেলে।
সোমবার (৮ মে) দুপুরে তোরাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, সকাল থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে বাড়ির পুকুর সেচ করা হচ্ছিল। দুপুরের দিকে হঠাৎ মোটরটি বন্ধ হয়ে যায়। এসময় হাসিব দেওয়ান মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এএইচ/এএসএম