পায়রা নদীতে ইলিশ শিকার, তিন জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৯ মে ২০২৩

বরগুনার পায়রা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ মে) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মজিবর গাজি (৩২), মো. সোলাইমান (২৫) ও ছিদাম (৫০)। দণ্ডপ্রাপ্ত সবার বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে।

আদালত সূত্র জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নদীতে জাটকা শিকার, পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে জেলেরা পায়রা নদীতে জাটকা শিকার করছিলেন। সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তাদের এক বছর করে কারাদণ্ড দেন।

আরও পড়ুন: মেঘনায় ইলিশ শিকারে ১৫ জেলের কারাদণ্ড 

অভিযানে ৩৯টি নিষিদ্ধ বেহুন্দি জাল, এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিলি করা হয়েছে।

তালতলী উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ শুভ বলেন, অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, জাটকা ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।