সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যার ১৪ বছর পর আসামির যাবজ্জীবন
সিরাজগঞ্জের কামারখন্দে ভ্যানচালক হত্যায় আব্দুল মান্নান (৪০) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৯ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। আব্দুল মান্নান উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের আছির উদ্দিনের ছেলে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান জানান, ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর বন্যাকান্দি বাজারে ভ্যান রেখে একটি সিডির দোকানে যান আশরাফুল ইসলাম। এ সময় একই গ্রামের ভেলু ওরফে জুয়েল ভ্যানটি চুরি করে সলপ বাজারে নিয়ে যান। খবর পেয়ে আশরাফুল সলপ বাজারে গেলে সেখানে তাদের বাগবিতণ্ডা হয়।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
ওই দিন রাতেই ভেলু ওরফে জুয়েলের সহযোগী আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম আশরাফুল ইসলামের ভ্যান ভাড়া নে। তাকে কামারখন্দ উপজেলার কাজীপাড়া গ্রামে যাওয়ার কথা বলেন তারা। পরে কামারখন্দ-বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে আবাদি জমির মধ্যে নিয়ে আশরাফুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও শ্বাসরোধে হত্যা করেন ভেলু। মরদেহ গুম করার জন্য পানিতে ডুবিয়ে রেখে ভ্যান নিয়ে তারা চলে যান তারা।
এ ঘটনায় আশরাফুল ইসলামের মামা খলিলুর রহমান বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। আদালতে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন।
এম এ মালেক/আরএইচ/জিকেএস