গাজীপুর সিটি নির্বাচন

প্রতীক পেয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৯ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। মঙ্গলবার (৯ মে) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শুরু হয়। এরপর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সকালে মেয়র, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা কর্মী-সমর্থক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে জড়ো হন। তারা রিটার্নিং অফিসারের হাত থেকে পছন্দের প্রতীকের চিঠি নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন। সিটি নির্বাচনে মেয়র পদে ৮জন, ১৯টি সংরক্ষিত মহিলা আসনে ৭৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন প্রার্থীসহ ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

jagonews24

আরও পড়ুন: রিট খারিজ, প্রার্থী হতে পারছেন না জাহাঙ্গীর

মেয়র পদে দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্রপ্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক থেকে তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়েছে। এছাড়া সংরক্ষিত এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত প্রতীক থেকে তাদের পছন্দের এবং একই প্রতীক একাধিক প্রার্থীর দাবি থাকলে ওই ক্ষেত্রে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের দলীয় প্রতীক (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী মো. অলিউর রহমান (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), স্বতন্ত্রপ্রার্থী সরকার শাহনুর ইসলাম (হাতি), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), স্বতন্ত্রপ্রার্থী হারুন অর রশীদ (ঘোড়া) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

jagonews24

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেন, জনগণের সেবার যে কাজগুলো রয়েছে সেগুলো সুনিশ্চিত করার জন্য আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে আমি সভা করেছি। তাদের সঙ্গে উঠান বৈঠক, মতবিনিময়ের মতো কাজগুলো সম্পন্ন করেছি। এতে আমাদের নেতাকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত এক পার্সেন্টও কমতি ছিল না।

প্রতীক বরাদ্দ পেয়ে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন বলেন, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করি ওই নির্বাচনে আমরা (লাঙ্গল) জয়ী হবো। আমি নির্বাচিত হতে পারলে একটি সুন্দর সিটি করপোরেশন গড়ে তুলবো।

jagonews24

সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন রিটার্নিং অফিসারের হাত থেকে তার পছন্দের প্রতীক বরাদ্দের (ঘড়ি) চিঠি বুঝে নেন। পরে তিনি বিভিন্ন মিডিয়াকর্মীর মুখোমুখি হন। তিনি বলেন, নগরবাসীর নিকট মেয়র পদে ঘড়ি প্রতীকে নিজের জন্য একটি ভোট চাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি। তিনি নির্বাচন কমিশনের প্রতি একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার আহ্বান জানান।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।