স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে জিডিপির দুই শতাংশ অর্থ খরচ করতে হবে

মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যেতে চাইলে জিডিপির অন্তত দুই শতাংশ অর্থ স্বাস্থ্যখাতে খরচ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৯ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন: ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে, সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেন, মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যেতে চাইলে স্বাস্থ্যখাতে জিডিপির অন্তত দুই শতাংশ অর্থ খরচ করতে হবে। বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৫/৬ হাজার কোটি টাকা। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে যা ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এটিও আমাদের স্বাস্থ্যখাতের জন্য যথেষ্ট নয়।
মন্ত্রী বলেন, আমি আহ্বান জানাবো আগামী বাজেটে স্বাস্থ্যখাতে যেন আরও বরাদ্দ বাড়ানো হয়। স্বাস্থ্যখাতসহ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। সঠিক পরিকল্পনার কারণে করোনায় বিশ্বের মধ্যে মৃত্যুর হার বাংলাদেশে সবচেয়ে কম ছিল।
আরও পড়ুন: করোনার কম্বাইন্ড টিকা আনা হয়েছে ১১ লাখ: স্বাস্থ্যমন্ত্রী
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম।
এসময় স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. টিটু মিয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদসহ ঢাকা বিভাগের ১৩টি জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস