ধর্ষণের পর গৃহবধূকে ছুরিকাঘাত


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৯ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে (৩০) ধর্ষণের পর ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূকে বুধবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে থলিয়ারা গ্রামের আবদুল মালেকের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই দুর্বৃত্ত। তারা ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ওই গৃহবধূর হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ দুর্বৃত্তদের মধ্যে একজনকে চিনে ফেলায় তারা তার স্পর্শকাতর অংশে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। এরপর দুর্বৃত্তরা ঘর থেকে নগদ টাকা ও স্বার্ণালংকার লুট করে পালিযে যায়। পরে ওই গৃহবধূর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।