ফরিদপুরে হত্যার ৯ বছর পর তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১০ মে ২০২৩

ফরিদপুরে হত্যার ৯ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার মৃত ফাইজদ্দিন সরদারে ছেলে মো. বাবুল সরদার (৪৭), শাহীন সরদার (৪১) ও মৃত গাফ্ফার মোল্লার ছেলে জুবায়ের মোল্লা (৩১)।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মো. জিয়া মোল্লা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেল যোগে গোবিন্দপুর এলাকা হতে পশ্চিম গঙ্গাবর্দী বাড়িতে আসছিলেন। পথে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিয়ে গেল রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জিয়া মোল্লাকে মৃত ঘোষণা করেন।

পরদিন জিয়ার বাবা সাহিদ মোল্লা (৭৯) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায়

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, ৯ বছর পর জিয়া হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।