বিলুপ্তপ্রায় রাজ ধনেশ উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১০ মে ২০২৩

সিরাজগঞ্জে বিলুপ্তপ্রায় দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার ও দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারের পর পাখি দুটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১০ মে) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার সম্পা হোটেল অ্যান্ড সুইটসের সামনে থেকে পাখি দুটি উদ্ধার ও তাদের আটক করা হয়।

jagonews24

আটকরা হলেন বগুড়ার দুঁপচাচিয়া থানার মৃত অছিমুদ্দির ছেলে আতোয়ার হোসেন (৫২) ও ময়মনসিংহ সদর থানার জামাল উদ্দিনের ছেলে শামীম আহমেদ (২৯)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় দুটি কার্টনের মধ্য থেকে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। পাচারকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।