আসন্ন ঈদে ২ কোটি টাকার জাল নোট ছাপানোর টার্গেট ছিল ফরিদুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১১ মে ২০২৩

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোটসহ ফরিদুল ইসলাম (২১) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১০ মে) সকালে উল্লাপাড়া থানার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ফরিদুল ইসলাম ওই গ্রামের কালাচাঁনের ছেলে।

jagonews24

বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সামিউল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদুল ইসলাম তার নিজ বাড়িতে দীর্ঘ দেড় বছর ধরে জাল টাকা তৈরি করে আসছিলেন। তিনি এসব জাল নোট টাঙ্গাইল, পাবনা ও জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে সরবরাহ করতেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি দুই কোটি টাকার জাল নোট ছাপানোর টার্গেট নিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এম এ মালেক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।