আম খাওয়ানোর প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১১ মে ২০২৩

নেত্রকোনার খলিয়াজুরীতে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাগর চন্দ্র দাসের (২৩) বিরুদ্ধে। বুধবার (১০ মে) সন্ধ্যায় খালিয়াজুরী বাজার থেকে অভিযুক্ত সাগরকে আটক করে।

সাগর চন্দ্র দাস ওই উপজেলার সদর ইউনিয়নে বানিয়াপাড়া এলাকার সুভাষ চন্দ্র দাসের ছেলে।

আরও পড়ুন: বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্থানীয় সূত্র জানায়, আম খাওয়ানোর লোভ দেখিয়ে সাগর তার চাচার গোয়াল ঘরে ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায়। এসময় ভুক্তভোগীরসঙ্গে আরও দুই শিশু ছিল। তাদের সাগর ধমক দিয়ে চলে যেতে বলেই ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বিষয়টি দুই শিশু ভুক্তভোগীর মাকে জানায়। পরে কিশোরী তার মাকে ধর্ষণের বিষয়টি মাকে জানান।

খালিয়াজুরী থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদুল হক রানা জানান, সাগর চন্দ্র দাসকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।