ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ভোলায় ৩ স্তরের প্রস্তুতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১১ মে ২০২৩

ভোলায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় তিন স্তরের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশসন। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসকের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় একথা জানান জেলা প্রশাসক (ডিসি) তৌফিক-ই-লাহী চৌধুরী।

ডিসি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীসহ তিন স্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সাত উপজেলায় ৭৪৬টি আশ্রয়কেন্দ্র ও ছয়টি মুজিব কিল্লা প্রস্তুত করা করা হয়েছে। ৯৩টি মেডিকেল টিম, আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৩ হাজার ৬০০ সিপিপি সদস্য ও প্রায় পাঁচ হাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আট লাখ টাকা, ৩৫০ মেট্রিক টন চাল, ১৬৪ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য চার লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।