ঘূর্ণিঝড় ‘মোখা’

পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ সাইক্লোন শেল্টার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১১ মে ২০২৩

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও ব্যবহার করা হবে। এছাড়া গৃহপালিত প্রাণীদের জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ কেন?

তিনি আরও জানান, দুর্যোগের চলাকালীন সময়ে শুকনো খাবারের জন্য ৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, ১৪৬ বান্ডিল টেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৪ লাখ ৩৮ হাজার টাকা মজুদ রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হুমায়ুন কবির, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।