ঘূর্ণিঝড় ‘মোখা’

অস্ত্র ও গুলির নিরাপত্তায় সতর্ক বরগুনা পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১১ মে ২০২৩

বরগুনায় ঘূর্ণিঝড় ‘মোখা’র সময় পুলিশ ফাঁড়ি ও থানার অস্ত্র ও গুলিসহ সাধারণ মানুষের নিরাপত্তায় সতর্ক থাকবে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় একথা জানান জেলা পুলিশের প্রতিনিধি ও বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা জিয়াউর হক।

জিয়াউর হক বলেন, অবকাঠামোগত দিক থেকে বরগুনায় কয়েকটি থানা ও ফাঁড়ির অবস্থা তেমন ভালো নয়। ঘূর্ণিঝড়ের সময় ওইসব থানা ও ফাঁড়ির অস্ত্র ও গুলির নিরাপত্তা নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায়ও কাজ করবে পুলিশ। জরুরি প্রয়োজনে পুলিশের সহযোগিতা পেতে জেলার প্রতিটি থানা ও ফাঁড়িতে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে গেলে কিছু অসাধুচক্র তাদের ফাঁকা বাড়িঘরে যাতে লুটপাট চালাতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এছাড়া আশ্রয়কেন্দ্রের নিরাপত্তাসহ সব ধরনের হয়রানি বন্ধে আমরা কাজ করবো। বিশেষ করে নারীদের নিরাপত্তার দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়, জেলায় ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ৪৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ১৩টি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় ১৩ লাখ নগদ অর্থ, ২৯৪ মেট্রিক টন চাল এবং ১৪২ বান্ডিল ঢেউটিন মজুত করা হয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী সময়ে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।