গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৯ মার্চ ২০১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার রাতে খুলনা-ঢাকা মহসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক যানবহনটিকে সনাক্ত করা যায়নি।

নিহত ওবায়দুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শাহীমুল্লুকদী গ্রামের মজিবুর রহমান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মটরসাইকেলসহ এক ব্যক্তিকে সড়কের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তার পকেট থেকে পুলিশের পরিচয়পত্র ও মোবাইল ফোন পরীক্ষা করে মরদেহটি সনাক্ত করা হয়।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক(এসআই) অব্দুস সোবহান জানান, কনেস্টবল ওয়াবদুর রহমান কাশিয়ানী থানা থেকে গোপীনাথপুর কর্মস্থলে আসার পথে পিছন থেকে কোনো যানবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এখনো পর্যন্ত ঘাতক যানটিকে চিহ্নিত করা যায়নি।

হুমায়ূন কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।